মাগুরা প্রতিনিধি : মাগুরায় অনুষ্ঠিত হলো জাতীয় রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা ২০২৪ সালের জেলা পর্যায়ের প্রতিযোগিতা। এখান থেকে বিজয়ীরা অংশগ্রহণ করবে আগামী ০৭ মার্চের জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের চুড়ান্ত প্রতিযোগিতায়।

১৯ জানুয়ারি শুক্রবার জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ মাগুরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের প্রতিযোগিতা। কিশোর ও সাধারণ মোট দুটি বিভাগ থেকে প্রায় ৪০ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মধ্যে কিশোর বিভাগ থেকে ০৩ জন ও সাধারণ বিভাগ থেকে ০২ জন মান পেয়ে জাতীয় পর্যায়ের জন্য মনোনীত হয়। প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন কুষ্টিয়ার বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও প্রশিক্ষক অশোক সাহা ও রীনা বিশ্বাস।

অনুষ্ঠানে জেলা শাখার সভাপতি মাজহারুল হক লিপু বলেন, রবীন্দ্রনাথের গান যদি নিজের ভিতরে ধারন করা যায় তাহলে জীবন আলোকিত ও বিকশিত হবে।প্রতিযোগিতায় বিচারকেরা প্রতিযোগীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং রবীন্দ্র সংগীতকে হ্নদয়ে ধারণ করার তাগিদ দেন।



(এমএফ/এএস/জানুয়ারি ২০, ২০২৪)