সাংবাদিক পুত্র শংকর’র তৃতীয় জন্মবার্ষিকী পালিত
মহম্মদপুর প্রতিনিধি : শংকর সিংহ রায় (বন্ধন) এর-তৃতীয় জন্ম বার্ষিকী পালিত হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে ১৮ জানুয়ারি তৃতীয় বর্ষে পা রাখল শংকর। সে বড় হয়ে সবার মুখ উজ্জ্বল করবে। সবাই তার জন্য আশীর্বাদ করবেন।
তার পিতাঃ সাংবাদিক বিশ্বজিৎ সিংহ রায় দৈনিক বাংলা ৭১ পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন এবং মাতাঃ সান্তনা সিংহ রায় গৃহিণী। জন্মদিনে শংকরের ঠাকুমা, দাদু-দিদিমা, পিসি, মাসি, মামা, জেঠু, বড়মা, দাদা- দিদিশুভকামনা জানিয়েছেন।
(বিএস/এসপি/জানুয়ারি ১৮, ২০২৪)