আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাস ও রড বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে ট্রাক হেলপার ও বাসের যাত্রীসহ ৮জন আহত হয়েছেন। নিহত ট্রাক চালক ইমরান হোসেন (২৪) নওগাঁ জেলার মান্দা উপজেলার কোনাইল গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় নওগাঁ শাহ্ ফতেহ আলী কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে একটি বাস ছেড়ে যায়। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছাতে অপরদিক থেকে আসা একটি রড বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস ও ট্রাকের সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতেকরে ঘটনাস্থলে ট্রাক চালক ইমরান হোসেন নিহত হয়। এ ঘটনায় বাস চালক রাকিব হাসান ও হেলপার মারুফ হোসেন সহ আরও ৮ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে তিনজন ঢাকার পরপাড়া কোয়ার্টার স্টাফ এলাকার শাহানুর ইসলামের ছেলে তানু হোসেন (২৭), বরিশাল জেলার খাটিবাড়ি এলাকার শিবা খানের ছেলে নাঈম হোসেন (২৬) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার তারাপুর এলাকার মৃত কছির উদ্দিনের ছেলে রেজাউল ইসলাম (৪৫)। এদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্ত্তী জানান, এ ঘটনায় একজন নিহত ও ৮ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর তিনজনকে বগুড়া শজিমেক পাঠানো হয়েছে। অন্যরা এখানে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস এবং ট্রাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
(এস/এসপি/জানুয়ারি ১৬, ২০২৪)