মোঃ শাজনুস শরীফ, বরগুনা : বরগুনা জেলা শহরের মুরগি’র বাজার থেকে সোমবার ১৫ জানুয়ারি বেলা সাড়ে ১২ টার দিকে পৌরসভার দক্ষিন বরগুনা এলাকার মোহাম্মদ কবিরের ছেলে আলামিনকে গাঁজাসহ বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আলামিনকে আব্দুল্লাহ আল মামুন,সহকারী কমিশন,বরগুনা জেলা প্রশাসক কার্যালয়, মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের কারাদন্ড প্রদান করেন।

একই দিনে জেলা শহরের কেন্দ্রীয় পৌর বাস টার্মিনালের সামনের রাস্তা থেকে দুপুর পোনে ১ টার দিকে ডালভাঙা গ্রামের মোঃ ইউনুছ মিয়া’র ছেলে জহুরুল ইসলাম’কে গাঁজা সহ বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত জহুরুল ইসলাম’কে আব্দুল্লাহ আল মামুন,সহকারী কমিশন,বরগুনা জেলা প্রশাসক কার্যালয়,মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন।

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) বশিরুল আলম গণমাধ্যম’কে জানান, এখন থেকে মোবাইল কোর্টের মাধ্যমে যখন তখনই সাঁজা প্রদান করা হবে এমন অপরাধীদের। আজকের মোবাইল কোর্টের সাজা প্রদান করেন সহকারী কমিশন,বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুল্লাহ আল মামুন।

ওসি বশিরুল আলম আরো জানান,পুলিশ সুপার আব্দুস সালামের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অভিযানে চলছে।

(এসএস/এএস/জানুয়ারি ১৫, ২০২৪)