রাজৈরে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল,পশু খাদ্য ও ঔষধ বিতরণ
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়, রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে আজ সোমবার সকাল ১১ ঘটিকার সময়, রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এর সামনে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায়, বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, নিবন্ধিত ২০ জন সুফল ভোগী জেলেদের মাঝে ২ টি করে ছাগল, ১ টি করে ছাগলের ঘর, ১৫ কেজি পশু খাদ্য ও প্রজনীয় ঔষধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তা, মানিক মল্লিক এর সভাপতিত্বে,উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহীন চৌধুরী, মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা, বাবুল কৃষ্ণ ওঝা, রাজৈর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক, আনিসুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, সাখাওয়াত হোসেন, রাজৈর উপজেলা সমবায় কর্মকর্তা, মোহসীননুজ্জামান, রাজৈর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, রফিকুল ইসলাম, সাংবাদিক বৃন্দ ও অত্র প্রকল্পের সুফলভোগী বৃন্দ।
(বিডি/এসপি/জানুয়ারি ১৫, ২০২৪)