নবীনগরে সাংবাদিক ও সংস্কৃতিকর্মী নাছির চৌধুরীর মাতৃবিয়োগ
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সুপরিচিত সংস্কৃতিকর্মী, দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার নবীনগর প্রতিনিধি ও বিবি নিউজের সাংবাদিক মো. নাছির চৌধুরীর মা বেগম নূরজাহান চৌধুরী (৭৮) শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৬ টার দিকে পৌর এলাকার ভোলাচং গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নে.... রাজেউন)।
মৃত্যুকালে তিনি ৪ পুত্র ২ মেয়ে, নাতি নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিকের মাতৃ বিয়োগের খবর জানতে পেরে ভোলাচংয়ে সাংবাদিক নাছিরের বাড়িতে সকালে ছুটে যান নবীনগর পৌরসভার মেয়র, আওয়ামীলীগ নেতা এডভোকেট শিব শংকর দাস।
পরে সাংবাদিকের মায়ের মৃত্যুর খবর পেয়ে ভোলাচংয়ে ছুটে আসেন ব্রাহ্মণবাড়িয়া থেকে জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিটিভির সাংবাদিক জহির রায়হান, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, নবীনগরের কথার সম্পাদক সিনিয়র রিপোর্টার গৌরাঙ্গ দেবনাথ অপু, প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, বর্তমান সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, স্টার টিভির প্রধান সম্পাদক শাহীন রেজা টিটু, বিবি নিউজের সম্পাদক মাহাবুব মোর্শেদ, মডেল প্রেসক্লাবের সভাপতি আবু কাউছার, সেক্রেটারী মাজেদুল ইসলাম, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, হেলাল উদ্দিন প্রমুখ।
পরে দুপুর ২টায় ভোলাচং উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস, কাউন্সিলর জসীম উদ্দিনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। পরে ভোলাচং কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।
এদিকে সাংবাদিক নাছির চৌধুরীর মায়ের মৃত্যুতে পৌর মেয়রসহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও মহল থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
(জিডি/এসপি/জানুয়ারি ১২, ২০২৪)