রৌমারীতে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : রৌমারীতে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দলীয় কার্যালয়ে সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
হারুনর রশিদ হারুনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম-৪ আসনের সাবেক এমপি জাকির হোসেন, আ’লীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, আবিদ শাহ নেওয়াজ তুহিন, যুবলীগের সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম মিনুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ।
(আরইএস/এটিআর/নভেম্বর ১১, ২০১৪)