জাল ভোটের অভিযোগ
নারায়ণগঞ্জ-৩ আসনে ৩৪ কেন্দ্রের ভোট স্থগিত রাখার আবেদন জাপা প্রার্থীর
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের নির্বাচনে ব্যাপক জাল ভোটের অভিযোগ করেছে স্থানীয় সংসদ সদস্য ও জাপা মনোনীত প্রার্থী। এছাড়া ৩৪ কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোট স্থগিত রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন লিয়াকত হোসেন খোকার নির্বাচনি প্রধান সমন্বয়কারী মাহমুদুল আনোয়ার।
রবিবার (৭ জানুয়ারী) সকালে কাঁচপুর আলমপুর উচ্চ বিদ্যালয়ে ভোটার উপস্থিতি খুব কম দেখা গেছে। জামপুর ইউনিয়নের মহজমপুর কেন্দ্রে লাঙ্গলের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় জাপা নেতারা। এছাড়াও কলতলা পাড়া ফাজিল মাদ্রাসা, হবিহরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ছাড়া আর কোনো এজেন্ট দেখা যায়নি।
এ বিষয়ে লিয়াকত হোসেন খোকার নির্বাচনি সমন্বয়কারী মাহমুদুল আনোয়ার জানান, আমাদের পোলিং এজেন্টদের সকাল সাড়ে ৮টার সময় কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। উপজেলা রিটার্নিং অফিসারকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি।
অন্য দিকে বিকাল ৩টার সময় মহজমপুর উচ্চ বিদ্যালয়ে জাতীয় পার্টির নেতা লিয়াকত হোসেন খোকা নিজের ভোট প্রধান করেন।
(ওএস/এসপি/জানুয়ারি ০৭, ২০২৪)