বাবাকে সাথে নিয়ে ভোট দিলেন সাকিব আল হাসান
মাহমুদ ফজল, মাগুরা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবাকে সাথে নিয়ে নিজ কেন্দ্রের প্রথম ভোটটি দিলেন সাকিব আল হাসান।
আজ রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮ টার আগেই দোয়ারপাড় দড়িমাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এসে পৌছান সাকিব। ভোট গ্রহন শুরু হওয়ার সাথে সাথে তিনি ভোটটি প্রদান করেন। এ সময় সাকিব আল হাসানের সাথে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, এটি আমার কেন্দ্র। ভোট সবার নাগরিক অধিকার। ভোট দিতে পেরে ভাল লাগছে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।
ভোটার উপস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যথেষ্ট চেষ্টা করেছি। ভোটের পরে বোঝা যাবে। সবাই যেন শান্তিপূর্ন ও নিরাপদে ভোট পারে এই আশাবাদ ব্যক্ত করেন।
(এমএফ/এসপি/জানুয়ারি ০৭, ২০২৪)