মাদারীপুর ২ আসনে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মাদারীপুর -২ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়।
নির্বাচন প্রস্তুতির শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রাজৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা জানান, যে সমস্ত ভোটকেন্দ্র গুলো দূরত্ব আমরা চিহ্নিত করে আজ শনিবার দুপুর ১২, থেকে ৬৬ টি কেন্দ্রের, ৬৬ জন প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনী সকল ধরনের সরঞ্জাম তুলে দেয়া হয়। এবং নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।
তিনি আরো জানান, অত্র নির্বাচনী এলাকায় ১ লক্ষ ৯৯ হাজার ২২৪ জন, ভোটার রয়েছে। এখন পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোন অভিযোগ পাওয়া যায়নি।
(বিডি/এসপি/জানুয়ারি ০৬, ২০২৪)