মম্মদপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
"সমাজসেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ"এ প্রতিপাদ্য নিয়ে ২ জানুয়ারি সকালে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়।র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.আবু আব্দুল্লাহেল কাফী।
উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রবের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মকছেদুল মোমিন,থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বরকত আলী,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন প্রমুখ।
(বিএসআর/এএস/জানুয়ারি ০২, ২০২৪)