‘লোহাগড়ার মুক্তিযুদ্ধ’ বইয়ের প্রকাশনা উৎসব
লোহাগড়া প্রতিনিধি : লোহাগড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এডভোকেট আব্দুস সালাম খাঁন রচিত নড়াইলের মুক্তিযুদ্ধের উপর রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক বই "লোহাগড়ার মুক্তিযুদ্ধ" বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় লোহাগড়া রামনারায়ণ পাবলিক লাইব্রেরীর হলরুমে বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। প্রকাশনা উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংঘঠক ও প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ শ, ম আনোয়ারুজ্জামান। প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোর জেলা মুজিব বাহিনীর উপপ্রধান বীর মুক্তিযোদ্ধা এড. রবিউল আলম।
এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অশোক রায়, তালুকদার হুমায়ন কবির, এ্যাড.এস. এ. মতিন, অধ্যাপক বেলাল সানিসহ কবি - সাহিত্যিক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
(আরএম/এসপি/ডিসেম্বর ৩১, ২০২৩)