কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে যুবক আহত
রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণের চাইসুই অং মারমা (৪৬) নামে এক যুবক আহত হয়েছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত চাইসুই অং মারমা জামাইছড়ি এলাকায় ঞোথোয়াইউ মারমা ছেলে সে পেশায় একজন কৃষক।
তার ছেলে মেয়ে দুই জন এক মেয়ে এক ছেলে মেয়েটি কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজে ডিগ্রিতে এবং ছোট ছেলে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করেন।
আহত চাইসুই অং মারমাকে মুঠো ফোনে জিজ্ঞেস করা হলে তিনি জানান, শনিবার চিৎমরম সাপ্তাহিক বাজার ছিল, তাই বাড়ির গোলা থেকে ধান মাথায় করে বাজারে নেয়ার সময় পথিমধ্যে বন্য হাতির আক্রমণের শিকার হয়।সেসময় আশেপাশে লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়।
এর আগে গত ২৭ ডিসেম্বর চিৎমরম ইউনিয়নের সীতাপাহাড় ময়দন কলাবাগান নামক এলাকায় বন্য হাতির আক্রমণে অংশুহ্লা মারমা (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
(আরএম/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৩)