মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়
উপ-প্রশাসনিক কর্মকর্তা ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে ৭ জনের যোগদান
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় সাধারণ প্রশাসনের আওতায় উপ-প্রশাসনিক কর্মকর্তা ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে-৭জন নিয়োগ এবং যোগদান করেছেন।
এরা হলেন- মোঃ আশিকুর রহমান (উপ-প্রশাসনিক কর্মকর্তা), বি.এম.নাঈমুজ্জামান (উপ-প্রশাসনিক কর্মকর্তা), প্রিয়াংকা খাতুন (উপ-প্রশাসনিক কর্মকর্তা), মোঃ মনজুরুল হক(সহকারী প্রশাসনিক কর্মকর্তা), অনিক কুমার বিশ্বাস আগুন (সহকারী প্রশাসনিক কর্মকর্তা),পলাশ কুমার (হিসাব সহকারী) ও মোঃ আবুল খায়ের (হিসাব সহকারী)।
গত ২৮ ডিসেম্বর এ সকল কর্মকর্তারা উক্ত পদে যোগদান করেন এসময় মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান।
(বিএস/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৩)