মহম্মদপুরে বিদ্যালয়ের ফলাফল ঘোষণা
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে অবস্থিত সরকারি আর.এস.কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে আয়োজিত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো।
মহম্মদপুর সরকারি আর.এস.কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম নাসিরুল ইসলাম এঁর সভাপতিত্বে অত্র বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন শাহীন এঁর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওলিয়ার রহমান।
এ সময় ষষ্ঠ-সপ্তম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নৈপূণ্য এপসের মাধ্যমে ও অষ্টম শ্রেণীর একাডেমিক ট্রান্সকিপ্টের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছে।ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/ডিসেম্বর ২৮, ২০২৩)