মাগুরায় নৌকার প্রার্থী বীরেন শিকদারের নির্বাচনী জনসভা
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার এমপির নির্বাচনী জনসভা গত সোমবার বিকালে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নে বনগ্রাম কৃষাণ মজদুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়েছে।
নির্বাচনী জনসভা উপলক্ষে ওই ইউনিয়নে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নৌকা প্রতীকের মিছিল নিয়ে জনসভা স্থলে উপস্থিত হন। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার এমপি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। পলাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম ডি গোলজার রহমানের সভাপতিত্বে
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহেল পারভেজ দ্বীপ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি এম রেজাউল করিম চুন্নু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সুজন সিকদার,সাধারণ সম্পাদক মোঃ সাজাদুর রহমান সাগর, সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের জেলা-উপজেলা ও পলাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/ডিসেম্বর ২৬, ২০২৩)