মহম্মদপুরে জেলা তথ্য অফিসের আলোচনা ও মত বিনিময় সভা
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়" শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস।আলোচনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ,তথ্য আপা প্রকল্পের এমিলিয়া জামান সেতু, উপজলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লা-আল মামুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল আউয়াল, নারী উদ্যোক্তা লিপি খাতুন প্রমূখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/ডিসেম্বর ২৬, ২০২৩)