দিনাজপুরের বিরলে প্রাক-বড়দিন উদযাপিত
শাহ্ আলম শাহী, দিনাজপুর : বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের আয়োজনে দিনাজপুরের বিরলে উদযাপিত হয়েছে প্রাক-বড়দিন-২০২৩। শনিবার (২৩ ডিসেম্বর) বিরল পৌর-শহরের কৈ-দিঘী সংলগ্ন সেলুর হাসকিং মিলের চাতালে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বিরল উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় এই প্রাক-বড়দিন উদযাপন।
সংগঠনের সভাপতি মাইকেল উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি।
বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেভা বিমল মার্ডী'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি যোসেফ মূর্মূ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল পৌরসভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি যুবরাজ আব্দুল মালেক সহ অন্যরা।
(এসএএস/এএস/ডিসেম্বর ২৩, ২০২৩)