শ্রীনগরে ট্রেনের ধাক্কায় এক পথচারী নিহত
মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের কেউটচিরা এলাকায় ট্রেনের ধাক্কায় আক্কাস শেখ (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছে। শনিবার সকালে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান সকাল ৯ টার সময় ঢাকা থেকে খুলনা যাচ্ছিল সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি। তখন পথচারী আক্কাস শেখ ট্রেনের লাইনে দাড়িয়ে হেটে হেটে মোবাইলে কথা বলছিলেন। তিনি মোবাইলে কথা বলা অবস্থায় অন্যমনস্ক থাকায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত আক্কাস উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা গ্রামের মৃত রফিক শেখের ছেলে।
শ্রীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান কোলাপাড়া ইউনিয়নের কেউটচিরা এলাকায় ট্রেনের ধাক্কায় আক্কাস নামের এক পথচারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
(এম/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৩)