বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস - ২০২৩ ইং উদযাপন হয়।

এ উপলক্ষে নানা আয়োজনের মধ্যে মুক্তি মুক্তিযুদ্ধ স্তম্ভে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ,ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযুদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ,প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহীন চৌধুরী, রাজৈর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা, রাজৈর থানার নবাগত অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার, যুদ্ধকালীন কমান্ডার,মীর আব্দুল কাইয়ুম, স্থানীয় সংসদ প্রতিনিধি আফম ফুয়াদ, রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মস্তোফা সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজৈর উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ, সাংবাদিক বৃন্দ, মুক্তিযুদ্ধাও মুক্তযুদ্ধ পরিবাদের সদস্য বৃন্দ।

(বিডি/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৩)