আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং ষ্টেশনের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা বেপরোয়াগতির গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় মাহিলাড়া ইউনিয়ন পরিষদের কর আদায়কারী জলিল ফকির ও ইল্লা এলাকায় শুক্রবার সন্ধ্যায় মাইক্রোবাসের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি গুরুশর আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এরমধ্যে কর আদায়কারী জলিলকে মূমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। শনিবার সকালে গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে একইদিন দিবাগত রাত তিনটার দিকে মহাসড়কের কাসেমাবাদ এলাকায় কাভার্ড ভ্যান উল্টে সড়কের পাশে ছিটকে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

(টিবি/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৩)