আদমদীঘিতে নবাগত ইউএনও’র যোগদান
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন রুমানা আফরোজ। আজ বুধবার সকালে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। তাঁর বাড়ি নাটোর জেলায়।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে এখানে যোগদান করেছি। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল যাতে করে সাধারণ মানুষ পান, এ জন্য সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধিদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সকলের সহযোগিতায় এই উপজেলাকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করবো।
(এস/এসপি/ডিসেম্বর ১৩, ২০২৩)