জামালপুর হানাদার মুক্ত দিবস পালিত
রাজন্য রুহানি, জামালপুর : নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় ১০ ডিসেম্বর জামালপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে করা হয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা ও কম্বল বিতরণ।
রবিবার (১০ ডিসেম্বর) সকালে শহরের বকুলতলা চত্বর থেকে এক র্বণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ করে স্থানীয় শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট আয়োজিত শোভাযাত্রাটি। পরে সেখানে বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকিরের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক মো. শফিউর রহমান।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসী, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম আকন্দ ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর প্রমুখ।
পরে জেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিরা।
(আরআর/এসপি/ডিসেম্বর ১০, ২০২৩)