কেন্দুয়ায় অভ্যন্তরীন আমন সংগ্রহ শুরু
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীন আমন সংগ্রহ ২০২৩-২৪ শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিসনার (ভূমি) মো: রাজিব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: শহীদুল্লাহ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোতাকাব্বির খান, উপজেলার কৃষকলীগের আহবায়ক ফনি ভূষণ ভদ্র মাধু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা।
জানা যায়, ৪৪ টাকা কেজি দরে ৯শ ৭০ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩০ টাকা কেজি দরে ৭শ ২৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মিলারদের সাথে চুক্তি সম্পাদানের পর ৯ ডিসেম্বর শনিবার থেকে সংগ্রহ অভিযান শুরু হয়েছে। চলবে আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।
উদ্বোধন কালে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল বলেন, চালের গুণগত মান যেমন ভালো দেখা যাচ্ছে এ ভালোটা শেষ পর্যন্ত ধরে রাখতে হবে। উদ্বোধনের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নূরুল ইসলাম খাদ্য গুদামে গিয়ে চালের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনিও খাদ্য বিভাগের কর্মকর্তাদের গুণগত মানের দিক লক্ষ রাখার পরামর্শ দেন।
(এসবি/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৩)