গৌরীপুরে বিদ্যুৎস্পর্শে স্কুল ছাত্রের মৃত্যু
গৌরীপুর( ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিদ্যুৎস্পর্শে এক স্কুল ছাত্রে মৃত্যু হয়েছে। তার নাম মাসুদ রহমান (১৬)। সে রামগোপালপুর ইউনিয়নের উরুকোনা গ্রামের তাহির উদ্দিনের ছেলে এবং রামগোপালপুর পি.জে.কে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের চাচা আতিকুর রহমান নয়ন জানান, সন্ধ্যায় তাদের নির্মাণাধীন বাড়ির ইটে পানি দেয়ার সময় বিদ্যুৎ লাইনের লিকেজের কারণে বিদ্যুৎপৃষ্ট হয় মাসুদ। তাকে দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মাসুদ তার শ্রেণিতে ফার্স্ট বয় ও মা-বাবার একমাত্র পুত্র।
রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পিজেকে উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ আল আমিন জনি বলেন, দশম শ্রেণিতে মাসুদ ফার্স্ট বয় ছিল, সে খুব মেধাবী ছাত্র ছিল।
(এসআইএম/এএস/ডিসেম্বর ০৯, ২০২৩)