হায় রে নূপুর

যে নূপুর গড়েছি আমি।
তা বাজে অন্য পায়।
তারে ভাসায় ভালোবাসায়
আমারে বিরহে পোড়ায়।

দাবি

অমন করে হেসেই বুঝি
পুরুষগুলোর মাথা খাবি।
বন্ধ মনে লাগুক তালা,
লুকিয়ে রাখ মনের চাবি।

দূরত্ব

অবসর নিয়েছে ছুটি,
ব্যস্ততায় বসবাস
প্রেমের মাঝে ত্রুটি,
সম্পর্কে সর্বনাশ।

লেনদেন

আজ থেকে চুকিয়ে দিলাম
প্রেমের লেনাদেনা,
আর কখনো মনের ঘরে
ঘণ্টা বাজবে না।

যদি

মনের ভিতর কষ্ট আমার দুচোখ তাই নদী-
বুঝত পাখি বিরহ জ্বালা কষ্ট পেত যদি।

খোঁজ

পাখি আমার উড়েতে শিখেছে,
খুঁজতে শিখেছে নর
দূরের মানুষ কাছে আসে,
কাছের মানুষ পর।

ফুলকি

যে আগুনে হৃদয় জলে,
পারি না দেখাতে তা
সেই আগুনের ফুলকি গুলোই
আমার কবিতা।

নষ্ট পদ্য

নাকের সাথে নাক মিলেছে
গাঢ় নি:শ্বাস-
দুটি শরীর নিভৃতে আজ
গড়বে ইতিহাস।

ডাকে

পাখি আমার একলা পাখি
একলা ঘরে থাকে,
সময় সুযোগ বুঝে পাখি
আঁধার খেতে ডাকে ॥

দ্বিধা

এক মনে প্রেম চায়
এক মনে লাজ,
মাঝখানে দোল খায়
রাহুল রাজ।