আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিশেষ সাংগঠনিক সভা
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আজ শুক্রবার বিকেলে গৈলা সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান হালিমের সভাপতিত্বে বিশেষ সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাত্তার মেল্লা, জসীম সরদার, বিপুল দাস, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, পিয়ারা ফারুক বখতিয়ার, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, কাজী রিয়াজ, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রাজিহার ইউনিয়ন পরিষদের নতুন ভবনের হলরুমে অনুরুপ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
(টিবি/এসপি/ডিসেম্বর ০৮, ২০২৩)