স্বতন্ত্র প্রার্থীকে সমর্থনই তাদের অন্যায়!
শেখ ইমন, শৈলকুপা : সার ব্যবসায়ী রবিউল মোল্লা। প্রতিদিনের মত নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। কিন্তু সেইদিনটি অন্যদিনের মত সহজ ছিল না। সন্ধায় হঠাৎ-ই তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চলে। কুপিয়ে ও পিটিয়ে মারাতœকভাবে আহত করা হয় তাকে। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। গত সোমবার ঝিনাইদহের শৈলকুপার আবাইপুর ইউনিয়নের মিনগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। এদিন রবিউল মোল্লা ছাড়াও একই সময় হামলার শিকার হয় আকাশ শেখ ও টুটুর মীর নামে আরো দু’জন। আহত প্রত্যেকেই মীনগ্রাম বাজারের ব্যবসায়ী। তারা ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম দুলালের সমর্থক।
হামলার শিকার রবিউল মোল্লা সহ আহত ব্যবসায়ীরা জানান, সন্ধ্যার পর মীনগ্রাম বাজারে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। হঠাৎ করেই নৌকার প্রার্থী আব্দুল হাই এর সমর্থক ও তার ক্যাডারবাহিনী, রাসেল জোয়ার্দ্দার, কলি শেখ,বিপুল শেখ,শিমুল শেখ,পলাশ শেখ, মোতাহার শেখ, নিমাই শেখ, পিকুল শিকদার, মধু শেখ, নাজমুল, পারভেজ বিশ্বাস, আতিয়ার দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায়। পরে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়াই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এঘটনায় আহত রবিউল মোল্লার ছেলে বাদী হয়ে নয়জনের নাম উল্লেখসহ আরও ৩-৪জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে এ ঘটনার রেশ যেতে না যেতেই বুধবার রাতে আবাইপুর ইউনিয়নের মিনগ্রামের শরিফুল মিয়া ও রিপন কাজীর বাড়ি থেকে সাড়ে তিন লাখ টাকার ৩টি গরু ধরে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন।
এ বিষয়ে মিনগ্রামের শরিফুল ইসলামের ভাই রফিকুল ইসলাম জানান, ‘ইউপি সদস্য রিপন হত্যার পর থেকে তার ভাই রাতে বাড়িতে থাকেন না। এই সুযোগে বুধবার রাতে তার ভাইয়ের গোয়াল থেকে প্রায় আড়াই লাখ টাকার দুটি গরু ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা। এ বিষয়ে শরিফুল ইসলামের স্ত্রী বিথী বাদী হয়ে শৈলকুপা থানায় একটি অভিযোগ দিয়েছেন।’
আরও এক ভুক্তভোগী মিনগ্রামের রিপন কাজী জানান, ‘বুধবার রাতে তার ঘরের দরজার শিকল বাইরে থেকে বন্ধ করে দিয়ে এবং ভয় ভীতি প্রদর্শন করে তার লক্ষাধিক টাকার একটি গরু নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন।’
তিনি জানান, রাতে জানালা দিয়ে দেখেছেন গ্রামের চাঁদ শেখের ছেলে মাসুদ শেখ ও আলমাস শেখ,ওমর শেখের ছেলে শিমুল,ওসমান শেখের ছেলে বিপুলসহ অজ্ঞাত কয়েকজন তার গরু নিয়ে যাচ্ছে।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ঠাকুর দাস মন্ডল জানান, ‘হামলার ঘটনায় একজন এজাহারভুক্ত আসামীকে পুলিশ আটক করেছে। অন্যদিকে গরু চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি । তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।’
(এসআই/এসপি/ডিসেম্বর ০৮, ২০২৩)