শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় দম্পতি আহত
শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় দম্পতি আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার দামলা গ্রামের হাতেম পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানা যায়, আদালতের মামলাধীন বিরোধপূর্ণ জায়গা জবর দখল করার উদ্দেশ্যে পার্শ্ববতী রমিজ শেখ একটি ঘর নির্মাণ শুরু করে। এ সময় জুলহাস খাঁন বাঁধা দিতে গেলে রমিজ শেখ (৫৫) ও তার স্বজনরা শুকুর শেখ (৩৫),রনি শেখ(৩০),মনির শেখ(৩৫) অতর্কিত হামলা চালিয়ে জুলহাস খাঁন (৫৫) ও তার স্ত্রী রাজিয়া বেগম (৪২) কে রক্তাক্ত জখম করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী জুলহাস খান জানায়,আদালতে বিচারাধীন বিরোধপূর্ণ জায়গায় সকালে হঠাৎ অনুপ্রবেশ করে পার্শ্ববর্তী রমিজ শেখ একটি ঘর নিমার্ণের চেষ্টা করলে তাদেরকে বাঁধা দিতে গেলে আমাকে ও আমার স্ত্রীকে মেরে রক্তাক্ত জখম করে। আমার স্ত্রী এখন হাসপাতালে ভর্তি আছে। আমি জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে আছি।
এ ঘটনায় অভিযুক্ত রমিজ জানায়, আমি জুলহাস ও জুলহাসের স্ত্রীর উপর কোন হামলা করিনি তবে তর্কবিতর্ক হয়েছে মাত্র। আহত জুলহাসের জায়গা সকালে জবর দখল করে ঘর নির্মাণ করার চেষ্টা বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল তায়েবীর বলেন এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি।
(এম/এএস/ডিসেম্বর ০৭, ২০২৩)