লৌহজং নদী দখল ও দূষণ রোধে করণীয় শীর্ষক মতবিনিময়
মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইল শহরের উপর দিয়ে বয়ে যাওয়া ৭৬ কিলোমিটার দৈর্ঘ্যরে লৌহজং নদী দখল ও দূষণ রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) শহরের একটি রেস্টুরেন্টে পরিবেশবাদি সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী।
খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমীর উদ্দীন হায়দার, পানি উন্নয়ন বোর্ডের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার আবু জুবায়ের, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ডেপুটি রেজিস্ট্রার ডক্টর ইকবাল বাহার বিদ্যুৎ এবং উন্নয়ন কর্মী মীর জালাল আহমেদ উজ্জল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, বেলার বিভাগীয় সমন্বয়ককারী গৌতম চন্দ্র চন্দ। এ সময় বিভিন্ন বেসরকারি দপ্তর, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও সমাজককর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় লৌহজং নদী দখল ও দূষণ এবং উদ্ধার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
(এসএম/এসপি/ডিসেম্বর ০৫, ২০২৩)