ঝিনাইদহে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ১
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ বিশ্বজিৎ নামের এক কারিগরকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাসুদেবপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত বিশ্বজিৎ ওই কারখানায় সহকারী হিসেবে কর্মরত ছিল।
স্থানীয়রা জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এলাকায় সহিংসতার জন্য বেশ কয়েকদিন যাবৎ হাসুয়া, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র তৈরি করে আসছিল বিশ্বজিৎ।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ নিয়ে বিস্তারিত বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।
(একে/এসপি/ডিসেম্বর ০৫, ২০২৩)