বাগেরহাটে শীতের শুরুতেই কম্বল বিতরণ
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে শীতের শুরুতেই ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আশা দরিদ্র, সুবিধা বঞ্চিত দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু কেেছ। কম্বল বিতরণের অংশ হিসেবে মঙ্গলবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসনের ত্রান তহবিলে ৪২০টি কম্বল হস্তান্তর করা হয়।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেনর হাতে এসব কম্বল তুলে দেন আশার এডিএম মো. গোলাম কিবরিয়া ও ডিস্টিক্ট ম্যানেজার মো. ওলিয়ার রহমান। এসময়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজ আল আসাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম অন্যন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এস/এসপি/ডিসেম্বর ০৫, ২০২৩)