শরণখোলা আওয়ামী লীগের সাবেক সভাপতির মৃত্যুবার্ষিকী পালিত
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম কামাল উদ্দিন আকনের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় তার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বাদল চত্ত্রে কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়ে। দোয়া মাহফিল, স্মরণসভা ও বর্ধিত সভায় জেলা, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট আলী আকবর, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ অন্যরা।
(/এসপি/ডিসেম্বর ০৫, ২০২৩)