এনা পরিবহনের চাপায় সাবেক সেনা সদস্য নিহত
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আাঠিপাড়া নামকস্থানে যাত্রীবাহি এনা পরিবহনের চাপায় ফুয়াদ হোসেন (৩২) নামের এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার সকালের এ দুর্ঘটনায় নিহত ফুয়াদ হোসেন গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার বাসিন্দা মোঃ ফারুক হোসেনের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, গৌরনদী থেকে মোটরসাইকেলযোগে বরিশালে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফুয়াদ হোসেনকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা ঘাতক পরিবহনের চালক হুমায়ুন কবিরকে (৫০) আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। হুমায়ুন বরিশাল নগরীর এয়ারেপোর্ট থানা এলাকার উত্তাপপুর এলাকার মৃত সেকান্দার আলী হাওলাদারের ছেলে।
ওসি আরও জানান, ২০১২ সালে সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করেছিলেন ফুয়াদ হোসাইন। তবে বর্তমানে তিনি সেনাবাহিনীতে নেই। বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করেছিলেন ফুয়াদ। সেই পাসপোর্ট নিতে বরিশাল নগরীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি।
(টিবি/এসপি/ডিসেম্বর ০৪, ২০২৩)