গোপালগঞ্জে ছাগল চুরি করে পালানোর সময় গণপিটুনীতে যুবক নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে ছাগল চুরি করে পালানোর সময় গণপিটুনীতে সাইফুল মল্লিক নামে এক যুবক (১৭) নিহত হয়েছে। নিহত ওই যুবক মুকসুদপুর উপজেলার মাছিয়ারা গ্রামের রোকনউদ্দিন মল্লিকের ছেলে।ছাগল মালিক ওমর আলিকে পুলিশ আটক করেছে। রবিবার (০৩) ডিসেম্বর বিকেলে কাশিয়ানী উপজেলার পদ্মবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ(ওসি) ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই ব্যক্তি পদ্মবিলা গ্রামের ওমর আলির ছাগল চুরি করে ইঞ্জিন চালিত ভ্যানগাড়িতে করে পালানোর সময় ছাগল মালিকের চিৎকারে এলাকাবাসী চোরকে ধাওয়া করে। এরই এক পর্যায়ে ওই ব্যক্তি ভ্যানগাড়ি নিয়ে ওই গ্রামের দেওয়ান বাড়ি ব্রীজে ওঠার সময় ভ্যান নিয়ে উল্টে পড়ে যায়।
এসময় স্থানীয় জনগণ তাকে ধরে গনধোলাই দেয়। মারাত্মক অসুস্থ অবস্থায় তাকে কাশিয়ানী স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(এমএস/এএস/ডিসেম্বর ০৪, ২০২৩)