টাঙ্গাইল- ৬ আসনে ৬ জনের মনোনয়ন পত্র বাতিল
মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাইয়ের তৃতীয় দিনে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) সংসদীয় আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) দিনভর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রস্তাবকারী-সমর্থনকারীদের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম এ ঘোষণা দেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হচ্ছেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, তারেক শামস খান হিমু, মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম, খন্দকার ওয়াহিদ মুরাদ (বিএনএম), দেলদুয়ার উপজেলা আ.লীগ সদস্য সৈয়দ মাহমুদুল ইলাহ লিলু, মো. আব্দুল হাফেজ বিলাস।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম মনোনয়নপত্র ছয়টি বাতিল হওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যা তুলে ধরেন।
তিনি জানান, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম একটি খেলাপি ঋণের জামিনদার হওয়ায় ও এক শতাংশ ভোটারের তালিকায় গরমিল থাকায় তার প্রার্থীতা বাতিল হয়। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী টাঙ্গাইল জেলা আ.লীগ সহ সভাপতি তারেক শামস খান হিমু’র এক শতাংশ ভোটারের তালিকায় গরমিল থাকায় তারও প্রার্থীতা বাতিল হয়। একই কারণে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আ.লীগ প্রচার ও প্রকাশনা উপ কমিটি’র সদস্য কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, দেলদুয়ার উপজেলা আ.লীগ সদস্য সৈয়দ মাহমুদুল ইলাহ লিলু, মো. আব্দুল হাফেজ বিলাস এর প্রার্থীতা বাতিল করা হয়েছে। এছাড়াও ঋণ খেলাপি হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর দলীয় প্রার্থী খন্দকার ওয়াহিদ মুরাদ এর প্রার্থীতা বাতিল হয়েছে।
উল্লেখ্য, টাঙ্গাইল-৬ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ১ জন, স্বতন্ত্র প্রার্থী ৩ জন, জাতীয় পার্টির ১ জন, বিএনএম প্রার্থী ১ জনসহ অন্যান্য দলের মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
(এসএম/এসপি/ডিসেম্বর ০৩, ২০২৩)