সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন
স্টাফ রিপোর্টার : সরকার পতনের এক দফা আন্দোলনের অংশ হিসেবে নবম দফায় অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনারা। রবিবার ভোর থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) সকালে এই তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৩ প্লাটুনসহ সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
(ওএস/এএস/ডিসেম্বর ০৩, ২০২৩)