রেলক্রসিংয়ে পুলিশভ্যানে ট্রেনের ধাক্কা, এক পুলিশ নিহত
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর পৌর শহরের শেখেরভিটায় ট্রেনের ধাক্কায় পুলিশভ্যান ছিটকে গিয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরেকজন পুলিশ সদস্য। ওই সময় রেলক্রসিং পার হচ্ছিল পুলিশের টহল ভ্যানটি।
রবিবার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ওই রেলক্রসিংয়ে গেইট ব্যারিয়ার নামানো না থাকায় পুলিশের টহল ভ্যান রেললাইনে উঠে পড়লে সজোরে ভ্যানকে ধাক্কা দেয় ট্রেন। এতে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্যের মৃত্যু হয়।
নিহত পুলিশ সদস্য মো.আহসানুল হক (কং বিপি-৯০১১১৩৩২৯৯) নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার রাজনগর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। এ সময় আহত পুলিশ সদস্য মো. আরিফ (কং-৩৫৬) টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কয়রা দক্ষিণপাড়া গ্রামের আব্দুল হাই এর ছেলে।
লোকাল ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। লোকাল ট্রেনের ধাক্কায় মো. আহসানুল হক নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় মো. আরিফ নামে অপর এক পুলিশ সদস্য আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেন (২৫৫আপ) শেখেরভিটা এলাকার রেলক্রসিং অতিক্রম করার সময় রেললাইনে উঠে পড়ে পুলিশের ভ্যান। ট্রেনটি ভ্যানকে সজোরে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয়। এ সময় ওই ক্রসিংয়ে থাকা গেইট ব্যারিয়ার নামানো ছিল না।
স্থানীয়রা আরো জানায়, ট্রেন ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পুলিশ সদস্য মো. আহসানুল হক। গুরুতর আহত পুলিশ সদস্য মো. আরিফকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তথ্য নিশ্চিত করে এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘ট্রেন আসার সময় ওই রেলক্রসিংয়ে গেইট ব্যারিয়ার নামানো ছিল না। ফলে রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় পুলিশ ভ্যানটি।'
(আরআর/এএস/ডিসেম্বর ০৩, ২০২৩)