মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় লালন মেলা
নবারুণ দাশগুপ্ত, টঙ্গীবাড়ী : মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার দোষর পাড়া গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও হলো সাধক লালন সাইজির মেলা। হাজার হাজার লালন ভক্ত জড়ো হয় মেলা প্রাঙ্গনে। বিভিন্ন স্থান হতে লাগল গায়ক পরিবেশন করেন লালনের কালাম।
কুষ্টিয়ার পরেই এ মেলার স্থান হয়ে দাড়িয়েছে। চতুর দিকে ভক্তদের থাকার স্থান মাঝখানে বিরাট বটবৃক্ষ তার নিচে একের পড়ে এক লালন তত্ব বিধান আলোচনা আর গান। এ যায়গাটি এখন "পদ্মহেম ধাম" নামে পরিচিতি লাভ করেছে। লালনের মেলা উপলক্ষে বসেছে মেলা সাধুদের জয়গুরু ধ্বনিতে মুখরিত হয় পদ্মহেম ধাম। প্রায় দেড় যুগ ধরে চলে আসছে এ লালন মেলা। জেলা প্রশাষক এবং পুলিশ সুপার মেলা প্রাঙ্গন পরিদর্শন করেন।
(এনডিজি/এসপি/ডিসেম্বর ০২, ২০২৩)