নবীনগরে ‘বিজয়ের পংক্তিমালা’ শীর্ষক গান ও কবিতা পাঠের আসর
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে বিজয়ের মাসের শুরুতেই ভিন্ন এক আঙ্গিকে ‘বিজয়ের পংক্তিমালা’ শীর্ষক গান ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নতুন ধারার এ গান ও আবৃত্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামছুল আলম সাহন। এতে প্রধান অতিথি ছিলেন নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস।
নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্র ও আরশীনগর সাহিত্য চক্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবৃত্তিশিল্পী মাসুদ রানা।
আরশীনগর সাহিত্য চক্রের সভাপতি, তরুণ বাচিকশিল্পী শুভেন্দু চক্রবর্তী ও ইভা আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএমআরটিডিপি এর ব্যবস্থাপনা পরিচালক ও সওজের উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, অবসরপ্রাপ্ত শিক্ষক আবু কামাল খন্দকার, সিনিয়র সাংবাদিক ও সংস্কৃতিজন গৌরাঙ্গ দেবনাথ অপু, শিক্ষক ও বাচিকশিল্পী স্বরূপ সাহা, এবং কবি ও শিক্ষক শামশাম উদ্দিন তাজিল।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিথী রাণী দাস, মৌমিতা দেবনাথ ও সূর্য দেবনাথ। বৃন্দ ও একক আবৃত্তি পরিবেশন করে নবীনগর আবৃত্তি চর্চা কেন্দ্রের ঈশিতা ইসরাত, মোঃ শাহাবুদ্দিন, কামরুল হাসান সুমাইয়া আক্তার, সাইমা আক্তার, অর্ক দেবনাথ, নওসিন রামিছা, দেবলিনা সাহা স্নেহা, আব্দুর রাহিম, বাদল মিয়া ও ফাতিহা বিনতে বরকত।
এর আগে অনুষ্ঠানের শুরুতে সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
(জিডি/এসপি/ডিসেম্বর ০২, ২০২৩)