ফরিদপুরে এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।
বেসরকারি সংস্থা রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বির।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইয়াসিন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, শহর সমাজ সেবা অফিসার সুজাউদ্দীন রাসেদ, এফডিএ এর নির্বাহী পরিচালক মোঃ আজাহারুল ইসলাম, পিডাব্লিউ নির্বাহী পরিচালক মোঃ হাফিজুর রহমান হাফিজের উপস্থাপনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিলায়েত হোসেন, একেকের নির্বাহী পরিচালক এম এ জলিল, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ফরিদপুরের সহযোগী সংস্থা সমূহ এই আলোচনা সভার আয়োজন করে।
(ডিসি/এসপি/ডিসেম্বর ০২, ২০২৩)