শ্রীধাম শ্রী অঙ্গনে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের গোয়ালচামটে শ্রীধাম শ্রী অঙ্গনে শ্রীমৎ হরিপ্রিয় ব্রহ্মচারী মহারাজের বিরহ মহোৎসব অনুষ্ঠান গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন বিকেলে এক হরি স্মরণসভা অনুষ্ঠিত হয়। শ্রীমৎ বন্ধু প্রীতম ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারী। অনুষ্ঠানে শ্রীমৎবন্ধু কিশোর ব্রহ্মচারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীমৎ মৃণাল বন্ধু ব্রহ্মচারী, শ্রীমৎ বন্ধু সরোজ দাস, শ্রীমৎ ডক্টর নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, শ্রীমৎ অনন্ত বন্ধু ব্রহ্মচারী, শ্রীমৎ হরি বন্ধু ব্রহ্মচারী, শ্রীমৎ বন্ধু কিংকর ব্রহ্মচারী, শ্রীমৎ জয়ব্রত ব্রহ্মচারী। এ সময় ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
(ডিসি/এসপি/ডিসেম্বর ০১, ২০২৩)