দিনাজপুরের ৬ টি আসনে ৩৪ জনের মনোনয়নপত্র দাখিল : স্বতন্ত্র ১০
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দিনাজপুরের ৬টি আসনে ৩৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান প্রতিমন্ত্রী,হুইপ, সাবেক দুই মন্ত্রীসহ দু'জন বর্তমান এমপি রয়েছেন। এসব হেভিওয়েট প্রার্থীর মধ্যে ৫ জনের বিরুদ্ধে বিরুদ্ধে দলীয় বিদ্রোহীরা ১০ জন স্বতন্ত্র এবং ৭টি দলের ২৪ জন প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী রয়েছেন,৬ জন। এছাড়াও বাংলাদেশর ওয়ার্কাস পাটির,১,জন,ন্যাশনাল পিপলস পাটির (এপিপি)'এর ৪ জন ,জাকের পার্টির ৪ জন, জাসদের ১ জন, মুসলিম লীগের ১ জন,স্বতন্ত্র ১০ জনসহ ৩৪'জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৩৮ জন মনোনয়নপত্র ক্রয় করলেও দাখিল করেছেন, ৩৪ জন। মনোনয়নপত্র দাখিলকৃতদের মধ্যে ১০ জন সতন্ত্র এবং ২৪ জন দলীয় প্রার্থী রয়েছেন।
মনোনয়নপত্র দাখিলকৃতরা হলেন,দিনাজপুর- ( বীরগঞ্জ-কাহারোল) -১ আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জাতীয় পাটির মনোনিত উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, বাংলাদেশর ওয়ার্কাস পার্টির আব্দুল হক সবুজ, ন্যাশনাল পিপলস পার্টির এপিপি মোঃ জহুরুল ইসলাম, জাকের পার্টির মোননিদ বিভুতি ভূসণ রায় সতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আবু হুসাইন ও বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাকারিয়া।
এ আসনে মনোনয়ন নিয়েছিলেন জন্য ৭ জন । দাখিল করেছেন, ৭জন।
দিনাজপুর'(বিরল-বোচাগঞ্জ) -২ আসনে
আওয়ামলীগ মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী,জাতীয় পার্টির মনোনিত মাহবুর আলম, জাকের পার্টির মনোনিত মোঃ মতিউর রহমান ও সতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন। মনোনয়ন নিয়েছিলেন ৪ জন । দাখিল করেছেন ৪ জন।
দিনাজপুর (সদর)-৩ আসনে আওয়ামলীগ মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, ইসলামি ঐক্যজোট মনোনিত মোঃ ফরহাদ আলম,জাকের পাটির শিউলি খাতুন, মহাজোট এনপিপি প্রার্থী পারুল সরকার মিনা,মুসলিম লীগের আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, ও সতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ। মনোনয়ন নিয়েছিলেন জন্য ৮ জন।দাখিল করেছেন ৮ জন।
দিনাজপুর (চিরিরবন্দর-খানসামা) -৪ আসনে
আওয়ামলীগ মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী, জাতীয় পার্টির মনোনিত মোঃ মোনাজাত চৌধুরী, মহাজোট এনপিপি মনোনিত মোছাঃ আজিজা সুলতানা ও মোঃফয়জুর রহমান মিঠু ও সদ্য পদত্যাগকৃত চিরিরবন্দর উপজেলার চেয়ারম্যান সতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের সহসভাপতি তারিকুল ইসলাম তারিক। মনোনয়ন ক্রয় করেছিলেন ৮ জন। দাখিল করেছেন ৪ জন।
দিনাজপুর (পার্বতীপুর ফুলবাড়ী)-৫ আসনে
আওয়ামলীগ মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীরমুক্তি যোদ্ধা সাবেক মন্ত্রী অ্যাড, মোস্তাফিজুর রহমান,জাতীয় পার্টির মনোনিত জেলা জাতীয় পাটির সহ সভাপতি এডভোকেট মোঃ নুরুল ইসলাম, ন্যাশনাল পিপলস এনপিপি মনোনিত মোঃ শওকত আলী, জাকের পার্টির মনোনিত মোঃ হারুণ অর রশিদ সরকার,স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড.হয়রত আলী বেলাল ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ব্রিগেডিয়ার(অবঃ) মোঃ তোজাম্মেল হক মনোনয়নপত্র ক্রয় করেছিলেন ৬ জন। দাখিল করেছেন ৬ জন।
দিনাজপুর (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) -৬ আসনে আওয়ামলীগ মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক, জাতীয় পার্টির মনোনীত ফিরোজ সুলতান আলম,জাসদের শাহ আলম,স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য আজিজুল হক চৌধুরী ও মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ্।
মনোনয়নপত্র ক্রয় করেছিলেন ৬ জন। এদের মধ্যে দাখিল করেছেন ৫ জন।
(এসএএস/এএস/ডিসেম্বর ০১, ২০২৩)