ভৈরবে মাসিক মনোমোহন পত্রিকার আয়োজনে ৫ লেখককে সম্মাননা প্রদান
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে প্রকাশিত মাসিক মনোমোহন পত্রিকার আয়োজনে সিনিয়র ৫ জন লেখককে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল উপজেলার বঙ্গবন্ধু হল রুমে আনন্দঘন পরিবেশে এ সম্মাননা প্রদান করা হয়।
মাসিক মনোমোহন পত্রিকার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে লেখক সম্মাননা পাওয়া লেখকগণ হলেন, প্রখ্যাত লোকসাহিত্য ও প্রত্নতাত্তি¡ক গবেষক মুহাম্মদ হাবিবুল্লা পাঠান, ইতিহাসবিদ ও শিক্ষাবিদ অধ্যক্ষ আহমেদ আলী, দার্শনিক ও ঔপন্যাসিক আবু মহি মুসা (ঢাকা), প্রাবন্ধিক গবেষক কবি গীতিকার ও প্রবীণ সাংবাদিক মুহ. শহীদুল্লাহ এবং স্বনামধ্যন্য চিকিৎসক সমাজসেবক লেখক ও আল-শেফা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.বি সিদ্দিক।
অনুষ্ঠান শুরুতে কুরআন তেলাওয়াত করেন কথাসাহিত্যিক মাওলানা হাসান কবীর।
ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
মাসিক মনোমোহন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. জালাল উদ্দিনের সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, লেখক সম্মাননা আয়োজক কমিটির আহŸায়ক ও মনোমোহন পত্রিকার উপদেষ্টা রফিকুল ইসলাম মহিলা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শহীদুল্লাহ। এছাড়া বক্তব্য প্রদান করেন মনোমোহন পত্রিকার যুগ্ম-সম্পাদক মো. আমজাদ হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মাসিক মনোমোহনের প্রধান সম্পাদক মো. বরকত উল্লাহ পাঠান ও হাজী আসমত সরকারি কলেজের প্রভাষক লুবনা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ও পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, হাজী আসমত সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক একে মোবারক আলী, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ শামসুল হক মনির, হাজী আসমত সরকারি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মো. সাইদুর রহমান সাইফ, রাজনগর কারিগরি ও বাণিজ্য কলেজের প্রভাষক মো. বাছির আহমেদ, শম্ভুপুর দারুচ্ছুন্নাত নেছারিয়া (ফাযিল) মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মো. মাসউদ আলম, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান শামীম আহমেদ এবং লেখক ও কলামিষ্ট আবদুল মোনেম, পৌর ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট সমাজ সেবক মাহিন সিদ্দিকী, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখা সভাপতি ডা. মো. আসাদুল্লাহ, ভৈরব সাইন্স স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মো. রবিউল আওয়াল শানু, কবি ও গীতিকার আবু বকর ছিদ্দিক, উপস্থাপক ও নাট্য ব্যক্তিত্ব সাইদুর রহমান বাবলুসহ মনোমোহন পত্রিকার লেখক-শুভাকাঙ্খী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া অনুষ্ঠানে ভৈরব চÐিবের হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের সদস্যবৃন্দ ও শম্ভুপুর দারুচ্ছুন্নাত নেছারিয়া মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, পত্রিকার সহ-সম্পাদক কাজী মো. আবদুর রউফ ও ব্যবস্থাপনা সম্পাদক তানভীন নাহার।
অনুষ্ঠান শেষে উপস্থিত স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিম বালিকা শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে মাসিক মনোমোহন পত্রিকার পক্ষ থেকে প্রবন্ধ, গল্প, কবিতা ও উপন্যাসসহ মোট ১০০টি বই বিতরণ করা হয়।
(এসএস/এএস/নভেম্বর ৩০, ২০২৩)