একে আজাদ, রাজবাড়ী : নির্বাচনী আসন ২১০ তিনটি উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি নৌকার প্রার্থী হয়ে সহকারি রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। বৃহস্পতিবার দুপর সাড়ে ১২ টার দিকে প্রস্তাব কারী ও সমর্থনকারীদের সাথে নিয়ে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী’র নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

এর আগে নেতা কর্মীদের সাথে নিয়ে পাংশা হযরত শাহ জুঁই (রাঃ)'র মাজার শরীফ জিয়ারতের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। দোয়া করেন মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম। মনোনয়ন পত্র দাখিলের সময় উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত ছিলেন-

রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে এম শফিকুল মোর্শেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটু, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সামসুল আলম মৃধা, সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মাস্টার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, পাংশা উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ,

মনোনয়নপত্র দাখিল শেষে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি- সকল নেতা কর্মীকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এবং নৌকার পক্ষে ভোট প্রার্থনা এবং জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা জনসাধারণের কাছে তুলে ধরার জন্য বলেন।

(একে/এএস/নভেম্বর ৩০, ২০২৩)