মাছুম, শ্রীনগর : আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমার শেষ দিনে, মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান) বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে শ্রীনগরে স্বতন্ত্র প্রার্থী সহ ৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারী প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহণ করেন । প্রথমে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে শ্রীনগর উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়ে বেলা বারোটায় মনোনয়ন পত্র জমা দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির। এর পরে যথাক্রমে আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ, বিকল্পধারা বাংলাদেশের মাহি বি চৌধুরী (এমপি)। বেলা তিনটায় জাতীয় পার্টির এড. সিরাজুল ইসলাম, সাড়ে তিনটায় তৃণমূল বিএনপি'র এড. অন্তরা সেলিমা হুদা এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের চেয়াম্যান আতাউল্লাহ হাফেজ্জি। এ সময় প্রার্থীদের সাথে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(এম/এএস/নভেম্বর ৩০, ২০২৩)