রূপক মুখার্জি, লোহাগড়া : নড়াইল - ২ ( নড়াইল সদরের আংশিক - লোহাগড়া) আসনে দ্বিতীয় বারের মতো নৌকার মাঝি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক  মাশরাফি বিন মর্তুজা। 

রবিবার (২৬ অক্টোবর) বিকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে ৩০০ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন। নড়াইল- ২ আসনে নৌকার প্রার্থী হিসেবে মাশরাফির নাম ঘোষণা করার সাথে সাথে তাঁর নির্বাচনী এলাকা নড়াইল-লোহাগড়ায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা বাদ্যযন্ত্র সহকারে আনন্দ মিছিল বের করে।

মাশরাফি বিন মর্তুজা ১৯৮৩ সালের ৫ অক্টোবর চিত্রা পাড়ের নড়াইলে জন্মগ্রহণ করেন। চিত্রা পাড়ে বেড়ে উঠা দুরন্ত মাশরাফি এলাকায় 'কৌশিক' নামেই পরিচিত। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (নড়াইল সদরের আংশিক - লোহাগড়া) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

মাশরাফি বাংলাদেশের জনপ্রিয় একজন ক্রিকেটার ও তরুন রাজনীতিবিদ। দেশের ক্রিকেটের ইতিহাসে মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশ ক্রিকেট দলের একজন 'সফল অধিনায়ক' হিসেবে বিবেচনা করা হয়। ২০১৮ সালে রাজনীতিতে নেমেও তিনি ছক্কা হাকিয়েছেন, এজন্য এলাকায় রয়েছে তার ব্যপক জনপ্রিয়তা।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তাঁর আসনের প্রত্যেক ইউনিয়নে "জনতার মুখোমুখি জনতার সেবক" নামে জবাবদিহিতা মূলক একটা অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল এমপি হিসেবে তিনি এলাকায় কতটুকু উন্নয়ন করেছেন এবং জনগণের কল্যাণে কতটুকু কাজ করতে পেরেছেন- তার জবাবদিহিতা। ব্যতিক্রম "জনতার মুখোমুখি জনতার সেবক" এই অনুষ্ঠান কর্মসূচির মাধ্যমে তিনি সারাদেশে সাড়া ফেলে দেন। গত ৫ বছরে এমপি মাশরাফি তার এলাকায় অনেক উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করেছেন এবং অনেক কাজ এখনো প্রক্রিয়াধীন রয়েছে। যেটি তার নির্বাচনী আসনে স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ উন্নয়ন মূলক কাজ বলে সচেতন মহলের অভিমত।

আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি নড়াইল -২ আসনে একই ভাবে ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়েছে বলে এলাকায় তিনি সবার কাছে মানবিক এমপি হিসেবে গণ্য হয়েছেন। করোনাকালে তিনি দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি এলাকার অসহায় ও দুস্থ্য মানুষদের আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেছেন। বারবার শারীরিক প্রতিবন্ধকতার মাঝেও বাংলাদেশ ক্রিকেট দলকে যেমন তার সর্বোচ্চটুকু দিয়েছেন, তেমনি এমপি হওয়ার পর থেকে নড়াইলবাসীকে তার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছেন।

এদিকে রবিবার (২৬ নভেম্বর) বিকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। নড়াইল-২ আসনে নন্দিত ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় নড়াইল ও লোহাগড়ায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা বাদ্যযন্ত্র বাজিয়ে ও ফটকা ফুটিয়ে আনন্দ মিছিল করেছে। এ সময় অনেক কর্মী সমর্থকদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

(আরএম/এসপি/নভেম্বর ২৬, ২০২৩)