লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইল জেলার নড়াগাতী থানার মহাজন ফেরিঘাট সংলগ্ন এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যবসায়ীকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। আহতকে খুলনা  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নড়াগাতী থানার মহাজন মৌজার ৪৫৭ও ১৭০ নং খতিয়ানে ১৮ শতক জমি নিয়ে রবিন দাসের ছেলে ব্যবসায়ী খোকন দাস ও তার ভাই পলাশ দাসের সাথে একই এলাকার ভরত বিশ্বাসের ছেলে পলাশ বিশ্বাস ও ভোলা বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।

গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল ৪ টার দিকে খোকন দাস জমি সংক্রান্ত কাজে মাউলি ইউনিয়ন ভূমি অফিসে যায়। কাজ শেষে খোকন ভূমি অফিসের বাইরে আসলে প্রতিপক্ষ পলাশ বিশ্বাস ও ভোলা বিশ্বাসের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী টুকু শেখের ছেলে বুলু শেখ, শাহাদত খাঁর ছেলে ভরত খা, নিসার আলী খার ছেলে গফফার খা, তাকওয়া শেখের ছেলে ইয়ার আলীসহ ৭/৮ জনের একদল দুর্বৃত্ত খোকনকে কিল, ঘুসি, চড় থাপ্পড় মেরে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বীরদর্পে এলাকা ত্যাগ করে। এলাকাবাসী আহত ব্যবসায়ী খোকনকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এ বিষয়ে মাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোজি হক বলেন, খোকন দাসকে মারপিটের ঘটনাটি আমি শুনেছি। আমার জানা মতে, ওই জমি দীর্ঘদিন যাবত খোকন দাস ও পলাশ দাসরা ভোগ দখল করে আসছে। প্রতিপক্ষ জাল দলিল তৈরি করে জমি দখলের অপচেষ্টা করছে বলেও তিনি জানান।

নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(আরএম/এএস/নভেম্বর ২৫, ২০২৩)