শ্রীনগরের কাঠপট্টি সংলগ্ন খাল যেন ময়লার ভাগাড়
আমিনুল ইসলাম মাছুম, শ্রীনগর : মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা সদরের চকবাজারের কাঠপট্টি সংলগ্ন খাল যেন ময়লার ভাগাড়ে পরিণত হতে চলেছে। মূলতঃ এ খালটি তালতলা- শ্রীনগর খাল হিসেবেও অনেকের কাছে পরিচিত। এক সময় এ খালে বড় বড় নৌকা চলাচল করতো। সে সময় খালে পানি প্রবাহ ছিল স্বাভাবিক। এখন প্রানি প্রবাহ নেই বললেই চলে। শ্রীনগর ছনবাড়ী অংশে এক্সপ্রেসওয়ে ও রেল লাইন তৈরীর কারনে তালতলা খালের শ্রীনগর ছনবাড়ীর (এক হাজার মিটার দৈর্ঘের) পশ্চিম অংশের খালের পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এ কারনে শ্রীনগর কাঠপট্টির খালে প্রচুর কচুরিপানা ও জলজ উদ্ভিদ জন্মেছে। এ ছাড়া ডাকবাংলো মার্কেটের ব্যাটারীর দোকানের কৃত্রিমবর্জ্য ও আশপাশের বাসাবাড়ীর স্যুয়ারেজ লাইনের মাধ্যমে মনুষ্য বর্জ্য ফেলে খালটি ময়লার ভাগাড়ে পরিণত করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে শ্রীনগর চকবাজার কাঠপট্টি সংলগ্ন খালটির আগের জৌলুস দেখা যায়নি। খালটি দেখা দেখা যায় কচুরিপানায় ভরপুর। খনন না করায় পানি প্রবাহ নেই। খালের পাড়ের কাঠের দোকানীরা যে যার মতো মূল খালের কিছু অংশ দখল করে দোকানঘর নির্মাণ করে রেখেছে। খাল সংলগ্ন বাসাবাড়ির মনুষ্য বর্জ্য অপসারণ করতে সওজ'র সড়কের রাস্তার একাধিক পয়েন্টে ফুটো করে প্রায় দশ ইঞ্চি মোটা প্লাস্টিকের পাইপ খালের অংশে যুক্ত করেছে। মোটা পাইপ দিয়ে অপসারিত বর্জ্য শ্রীনগর বড় খালের সাথে মিশে দূষিত করছে পানি। যা মূলতঃ শ্রীনগর হরপাড়া মা মেডিকেল (বন্ধ) এলাকা থেকে শুরু করে চকবাজার কাঠপট্টির আশপাশের বাসাবাড়ীর স্যুয়ারেজ লাইন। ডাকবাংলোর উত্তর দিকের মারকাজ মসজিদের কাঠের পুলে দাড়ালেই চোখে পড়বে খালের পানিতে ফেলে রাখা ব্যাটারীর দোকানের কৃত্রিম বর্জ্য।
স্থানীয় কাউসার, মোশাররফ, শফিকুল, শাহিন শেখ বলেন, এক কথায় বললে বলা যায় দখল,দূষণের কবলে এ খালটি এখন মৃত প্রায়। এছাড়া দূষিত পানি ও কচূরীপানার কারনে প্রচুর মশা জন্মাচ্ছে এখানে। তাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন খালটির কচুরিপানা অপসারণসহ দখল ও দূষণ মুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেন।
(এআই/এসপি/নভেম্বর ২১, ২০২৩)