নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহে আঃ রাজ্জাক রাকিব হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে এলাকাবাসী স্মারকলিপি দেয়। 

আজ রবিবার দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান এর হাতে এই স্মারকলিপি তুলে দেয়া হয়। এছাড়াও ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারকেও স্মারকলিপির অনুলিপি দেয়া হয়। দিবসের প্রথম ভাগে নগরীর চায়না মোড়ে হত্যাকাণ্ডে জড়িত গ্রেফতারকৃত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুই সহস্রাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করে। তারা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকে।

এ সময় নিহত রাকিবের স্ত্রী দিলরুবা আক্তার বলেন, আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নিহতের চাচা মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক সাগর বলেন হত্যা মামলার ৯ জন আসামি গ্রেফতার হয়েছে।বাকিদের দ্রুত গ্রেফতার এবং মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে হস্তান্তরের জোর দাবি জানিয়ে বক্তব্য দেন তিনি। চর ঈশ্বরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীর, ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্ডল হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে ধরে বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান জামাল, ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান মুনির, ৩১, ৩২ ও ৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ফারজানা ববি কাকলি, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ.বি ছিদ্দিক, মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিন্টু, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি নজরুল ইসলাম, মোটরযান শ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক আলী হোসেন, প্রচার সম্পাদক স্বপন মিয়া, জেলা জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক শামসুল হক ও যুগ্ন আহবায়ক বাবুল আক্তার প্রমূখ।

(এনআরকে/এসপি/নভেম্বর ১৯, ২০২৩)